kalerkanthoচতুর্থবারের মত গোল্ডেন শু জিতলেন মেসি!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ নভেম্বর, ২০১৭ ২১:১৪চতুর্থবারের মত গোল্ডেন শু জিতলেন মেসি!

ছবি: এএফপি

জুতার সংখ্যা এক হালি হয়ে গেল আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির। এই জুতা বাজার থেকে কেনা চামড়ার নয়; সোনার জুতা! ফুটবল মাঠে ম্যাজিক দেখিয়ে চতুর্থবারের মত এই সম্মান অর্জন করলেন বার্সা সুপারস্টার। চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ৪ বার এই পুরস্কার জিতেছেন। মেসি এবার তার শীর্ষস্থানে ভাগ বসালেন।

বার্সেলোনায় আজ আনুষ্ঠানিকভাবে মেসির হাতে তুলে দেওয়া হল ইউরোপিয়ান গোল্ডেন শু। ইউরোপের শীর্ষ গোলদাতার এই পুরস্কার মেসির হাতে তুলে দেন তার বার্সা সতীর্থ গতবারের বিজয়ী উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী আন্তনেলা রোকুজ্জো আর ছেলে থিয়াগো।

২০০৯ -১০ থেকে পরপর তিনবার ইউওপের সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন মেসি। তারপর দীর্ঘ বিরতি। ওই সময়ে এই পুরস্কার দুইবার করে জিতেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আর লুইস সুয়ারেস। দুই মহাতারকার হাত ঘুরে পুরস্কার আবার ফিরে এল মেসির হাতে।মন্তব্য