kalerkanthoচিটাগংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল সিলেট সিক্সার্স

কালের কণ্ঠ অনলাইন   

২৪ নভেম্বর, ২০১৭ ১৮:৫২চিটাগংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল সিলেট সিক্সার্স

ঘরের মাঠে খেলা অথচ দলে নেই 'ঘরের ছেলে' তামিম ইকবাল। ড্যাশিং ওপেনার এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক। তাকে ছাড়াই ঘরের মাঠে সিলেট সিক্সার্সের মুখোমুখি চিটাগং ভাইকিংস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে মিসবাহ-উল-হকের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স।

পয়েন্ট তালিকায় চিটাগং ভাইকিংসের অবস্থা খুবই খারাপ। ৬ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে সবার শেষে অবস্থান করছে তারা। অন্যদিকে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকলেও ঢাকা পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি সিলেট। তাই চট্টগ্রাম পর্বে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তারা।

এদিকে দিনের প্রথম খেলায় রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে খুলনা টাইটানস। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রিয়াদ। এই জয়ে ঢাকা ও কুমিল্লকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেছে মাহমুদ উল্লাহর দল।মন্তব্য