kalerkantho


সতীর্থদের শুভকামনা জানালেন পুলিশী তদন্তে থাকা বেন স্টোকস

কালের কণ্ঠ অনলাইন   

২৩ নভেম্বর, ২০১৭ ১৮:২৩শুধুমাত্র নিয়ন্ত্রণহীন মেজাজের জন্য অ্যাশেজের মত রাজকীয় সিরিজ মিস করলেন ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকস। ব্রিস্টলের সেই রাত এবং পানশালার মধ্যে ঘটে যাওয়া অনভিপ্রেত সেই ঘটনা ঘটিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। আজ ব্রিসবেনে তার দল যখন ব্যাট করছে তখন ইংল্যান্ডে পুলিশী তদন্তের মুখে আছেন তিনি। এমন পরিস্থিতিতে সতীর্থদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠালেন স্টোকস।

টুইটারে একটি ভিডিওবার্তায় স্টোকস বলেন, 'প্রথম টেস্টের আগে আমাদের টিমের জন্য শুভকামনা। সবাই কী পরিমাণ পরিশ্রম করেছে আর কতটা কঠোরভাবে প্রস্তুতি নিয়েছে তা আমি জানি। আমাদের যেসব সমর্থকরা অস্ট্রেলিয়ায় খেলা দেখতে গেছেন তাদেরকেও অভিনন্দন জানাই। আশা করি, আমাদের দল প্রথম টেস্টের পারফরমেন্সে তাদের খুশি করতে পারবে। আমাকে বাড়িতে বসেই অ্যাশেজ দেখতে হচ্ছে। আশা করছি সতীর্থরা আমার মুখেও হাসি ফোটাতে পারবে।'

গত সেপ্টেম্বরে ব্রিস্টলের একটি নাইট ক্লাবে গিয়ে মারামারিতে জড়িয়েছিলেন স্টোকস। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের আরেক সদস্য অ্যালেক্স হেলস। ওই ক্লাবে এক ব্যক্তিকে মারধর করে হাসপাতালে পাঠান তারা। এরপরই স্টোকসকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সেদিন রাতেই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। হেলস গ্রেপ্তার না হলেও দু'জনেই চতুর্থ ওয়ানডে থেকে বাদ পড়েছেন।মন্তব্য