kalerkantho


খালেদ মাহমুদ হচ্ছেন অন্তর্বর্তী কোচ!

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৭ ১৯:১৩খালেদ মাহমুদ হচ্ছেন অন্তর্বর্তী কোচ!

কথা দিয়ে কথা রাখলেন না হাথুরু। তার গত ১৫ নভেম্বরের পর ঢাকায় আসার কথা ছিল। আজ সোমবার ২০ নভেম্বর পর্যন্ত তার কোনো খোঁজ নেই। বিসিবিও আর তার অপেক্ষায় থাকবে না বলে আজ জানিয়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন। জাতীয় দলের পরবর্তী সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে। সেই সিরিজের আগে কোচ নিয়োগ নিয়ে কী ভাবছে বিসিবি?

নাজমুল বলেছেন, 'হাথুরুর জন্য আমরা অপেক্ষা করছি না। আমরা তার ব্যাখ্যার জন্য অপেক্ষা করছি। সে বলছে, দু-তিন দিনের মধ্যে লিখিত দেবে।'

নাজমুল হাসান জানালেন, বিসিবি এই মুহূর্তে দুটি অপশন নিয়ে ভাবছে। যদি সিরিজের আগে একটি সময় পর্যন্ত পছন্দমত বিদেশি কোচ পাওয়া যায় তবে তো কোনো সমস্যা নেই। আর যদি না পাওয়া যায়, তবে একজন দেশি কোচকে অন্তর্বর্তীকালীন নিয়োগ দেওয়া হবে। এই অন্তর্বতীকালীন কোচের তালিকায় এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

বিসিবি সভাপতি বলেছেন, 'সিরিজ শুরুর আগে যদি আমরা বাইরের কোচ আনতে না পারি, বিষয়টি চূড়ান্ত না করতে পারি, তাহলে অবশ্যই স্থানীয় কেউ কোচ হবে। এখানে খালেদ মাহমুদ সুজন আছে। তার সম্ভাবনাই বেশি।'

তিনি আরও বলেন, 'সে (হাথুরুসিংহে) আমাদের কাছে আশা প্রকাশ করেছিল, আত্মবিশ্বাসী ছিল শ্রীলঙ্কা সিরিজে (জানুয়ারির) জিতবে। সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল। এখন পরিবর্তন আসবে। এর মধ্যে যদি নতুন কোচ আসে, তার নতুন কৌশল হবে। আমাদের ও খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকবে।'মন্তব্য