kalerkanthoচ্যারিটি ম্যাচের জন্য নগ্ন হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৭ ১৫:২৯চ্যারিটি ম্যাচের জন্য নগ্ন হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা!

রক্ষণশীল সমাজে নগ্নতা যেখানে ট্যাবু, সেখানে অনেক দেশে এটা কোনো ব্যাপারই না। এই শব্দের গভীরতা ও ব্যাপ্তি ব্যক্তিবিশেষে বদলে যায়। কিন্তু অশ্লীল বা অশালীন হয়েও ভালো কাজ করা যায়। এটাই আরও একবার প্রমাণ করে দেখালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নারী রাগবি দলের খেলোয়াড়রা।

আগামী ডিসেম্বরে টুইকেনহ্যামে চিরপ্রতিদ্ধন্দ্বী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে একটি রাগবি ম্যাচে নামবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেয়েরা। সেই ম্যাচ থেকেই প্রাপ্ত অর্থ সামাজিক কাজে ব্যবহার করতে চাইছে 'বিট' নামের স্বেচ্ছাসেবী সংগঠন। সেই উদ্যোগে 'বিট' এর সঙ্গে সামিল হয়ে অক্সফোর্ডের মেয়েরা নগ্ন হয়ে একটি ক্যালেন্ডার শ্যুট করেন।

রাগবি দলের প্রেসিডেন্ট হেলেন ল্যাম্ব বলছেন, 'ব্রিটেনের অন্যতম প্রথমসারির স্বেচ্ছাসেবী সংস্থা বিটের এই উদ্যেগে অনেকেই উপকৃত হবে।'

অন্যদিকে নারী দলের অদিনায়ক কার্লি ব্লিস বলেছেন যে, তার টিমের মেয়েরা এর আগে কোনোদিনই ন্যুড ফটোশ্যুট করেনি। কিন্তু চ্যারিটির কথা ভেবেই মেয়েরা নগ্ন হতে রাজি হয়ে যায়।

রাগবির ১৩টি ভিন্ন ভিন্ন পোজে ফটোশ্যুট করেছেন মেয়েরা। এর কয়েকটি ছবি প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। বেশিরভাগ মানুষই বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছেন; আবার কেউ নগ্নতার তীব্র সমালোচনা করছেন। আগামী বছরই এই ক্যালেন্ডার প্রকাশিত হবে বলে জানা গেছে।মন্তব্য