kalerkantho


বৃষ্টির কারণে ঢাকা-চিটাগং ম্যাচও অনিশ্চিত

কালের কণ্ঠ অনলাইন   

১৫ নভেম্বর, ২০১৭ ১৮:৪৪বৃষ্টির কারণে ঢাকা-চিটাগং ম্যাচও অনিশ্চিত

বিপিএলের পঞ্চম আসরের গোটা একটি দিনই দখল করে নিল বৃষ্টি। আজ বৃহস্পতিবার সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটানসের মধ্যকার দিনের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচও অনিশ্চিত। এই ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংসের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময় অনুযায়ী বিকাল সাড়ে ৫টায় টস ও সন্ধ্যা ৬টায় শুরু হবার কথা ছিল। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খেলোয়াড় বা ম্যাচ অফিসিয়ালরা মাঠেই নামতে পারছেন না। কভার দিয়ে এখনও ঢেকে রাখা হয়েছে মাঠের উইকেট। বৃষ্টি খুব বেশি না হলেও তা খেলা শুরুর পক্ষে যথেষ্ট নয়।

প্রকৃতি ধ্বংসের ফলে জলবায়ুর মারাত্মক পরিবর্তন হয়ে গেছে। যে কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের কারণেই এই অসময়ের বৃষ্টি। দিনের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে সিলেট এবং খুলনা। দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হলে ঢাকা-চিটাগংকেও এই ফলাফলই মেনে নিতে হবে। মন্তব্য