kalerkantho


টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ডু-প্লেসিস

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৭ ১৬:০৯টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ডু-প্লেসিস

পেশিতে টান পড়ায় এভাবেই মাঠে শুয়ে পড়েছিলেন ডু-প্লেসিস। ছবি: এএফপি

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে কোমরের পেশিতে টান লেগে মাঠ ছেড়েছেন। সেই ইনজুরি এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে দিল তাকে। বাংলাদেশের বিপক্ষে আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না তার।

ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, 'পেশির ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না অধিনায়ক ডু-প্লেসিস। টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। আর ডু-প্লেসিসের জায়গায় দলে ডাকা হয়েছে অল-রাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে।'

বাংলাদেশ সিরিজ শুরু হওয়ার আগে ও মাঝে ইনজুরিতে ছিটকে গেছেন 'কিলার' খ্যাত ডেভিড মিলার, ওয়েন পারলেন, মরনে মর্কেল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, ক্রিস মরিস, লাঙ্গি এনগিডি, ডোয়াইন অলিভার। ডু-প্লেসিসের নাম যুক্ত হয়ে তালিকাটি এবার আরো দীর্ঘ হলো। যদিও এসব ক্রিকেটারদের ছাড়াই ইতিমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা।মন্তব্য