kalerkantho


কোহলির ক্যাচ নিয়ে তারকা বনে গেলেন বল বয়! (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৭ ১৪:৪৭১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে বল বয় হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান এক কিশোর। সে দিন কি কেউ বুঝেছিলেন, এই কিশোর একদিন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার হবেন! গতকাল রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এমনই এক বল বয়কে দেখা গেল। কোহলির ক্যারিয়ারের ২০০তম ম্যাচে তিনিই হয়ে উঠলেন তারকা!

প্রথম ওয়ানডেতে কোহলির দুর্দান্ত সেঞ্চুরির পরও ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ৩১তম সেঞ্চুরি করে ভারত অধিনায়ক টপকে গেছেন সাবেক অজি ক্যাপ্টেন রিকি পন্টিংকে। সামনে কেবল শচীন টেন্ডুলকার। এ তো গেল পরিসংখ্যানের কথা। ঘটনা ঘটেছিল ভারতের ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলে। ব্যাটসম্যান কোহলি। তাকে বল করছিলেন অ্যাডাম মিলানে।

মিলনের বল কোহলি লং লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান। লং লেগে ফিল্ডিং করছিলেন কলিন মুনরো। ক্যাচ নেওয়ার জন্য ছুট দিলেও বল মুনরোর নাগাল এড়িয়ে সীমানার বাইরে চলে যায়। মুনরো ক্যাচ ধরতে না পারলে কী হবে, এক বল বয় কিন্তু কোহলির ক্যাচ সীমানার বাইরে থেকে অনায়াসে লুফে নেন। সেটাও আবার এক হাতে। এই দারুণ ক্যাচ নেওয়া দেখে বালকের প্রশংসায় পঞ্চমুখ হন ধারাভাষ্যকাররা। টিভি ক্যামেরা খুঁজে নেয় সেই বল বয়কে। আর সেটা বুঝতে পেরেই লজ্জায় মাথা নিচু করে ফেলে ছেলেটি।

কে জানে, আজকের এই বল বয় হয়তো আগামী দিনের জন্টি রোডস হয়ে উঠবেন!মন্তব্য