kalerkantho


দক্ষিণ আফ্রিকা দলে দুই তরুণের অভিষেক

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৭ ১৪:১৮দক্ষিণ আফ্রিকা দলে দুই তরুণের অভিষেক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এসেছে দুই দলেই। বাংলাদেশের একাদশে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার এবং তরুণ অফ স্পিনিং অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর স্বাগতিক একাদশে তো দুজনের অভিষেক হয়ে গেল আজ। অভিষিক্ত দুজন হলেন এইডেন মার্করাম আর ভিয়ান মুলডার।

সিরিজ জয় নিশ্চিত করার পর হাশিম আমলাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় টেস্ট দারুণ খেলা এইডেন মার্করামের অভিষেকটাও অনেকটা অনুমিতই ছিল। তবে ওপেনিংয়ে নামার পরিবর্তে মার্করাম খেলবেন চার নম্বরে। কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করবেন টেম্বা বাভুমা। জেপি ডুমিনির বদলি হিসেবে এসেছেন বাভুমা। 

এছাড়া দক্ষিণ আফ্রিকা দলে অভিষেক হচ্ছে আরো একজনের। দলে এসেছেন তরুণ অল-রাউন্ডার ভিয়ান মুলডার। গত বছর বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজর কাড়েন সবার। তারপর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও আলো ছড়িয়ে নজরে এসেছেন কোচ ওটিস গিবসনের। তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকা একাদশ
ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কাগিসো রাবাদা, আন্দিলে ফেলুকায়ো, ড্যান পেটারসন, ওয়েইন মুলডার, ইমরান তাহির, ফারহান বেহারদিন।মন্তব্য