kalerkanthoমরিনহোকে ধুয়ে দিলেন কন্তে

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৭ ১৪:০৩মরিনহোকে ধুয়ে দিলেন কন্তে

ফাইল ছবি: ইন্টারনেট

এমনিতেই এই দুই মহা-কোচের সম্পর্ক এমনিতেই 'মধুর'। মাঠের খেলার আগেই শুরু হয় দুজনের কথার খেলা। ম্যাচের পর আরও এক বার দুজনের বাগযুদ্ধে তিক্ত হল সম্পর্ক। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ জোসে মরিনহোর সংগ্রহ যখন তিন পয়েন্ট। তখন ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে রোমার সঙ্গে ৩-৩ ড্র করে চেলসি কোচ আন্তোনিও কন্তের সংগ্রহ এক।

বেনফিকাকে হারিয়ে মরিনহো সাংবাদিক সম্মেলনে এসে বলেন, 'আমার রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে অনেক কথা শুনি। কিন্তু চোট-আঘাত নিয়ে কোনো কোনো ম্যানেজার কেবল কেঁদেই যান।'

নাম উল্লেখ না করলেও ফুটবল অঙ্গন নিশ্চিত মরিনহোর এই মন্তব্যের নিশানা ছিলেন চেলসি কোচ আন্তোনিও কন্তে। কারণ, তার দলের ফুটবলারদের চোট-আঘাত নিয়ে চলতি মৌসুমে বেশ কয়েকবার মুখ খুলেছিলেন তিনি। ম্যান ইউ কোচের এই মন্তব্য কানে যেতেই পাল্টা তোপ দাগেন চেলসি কোচ।

তিনি বলেন, 'সব সময় চেলসিতে কী হচ্ছে তা দেখতে হবে মরিনহোকে। গত মৌসুমেও একই ঘটনা ঘটেছিল। আমার মতে সে নিজের টিম নিয়েই ভাবুক। নিজের দলের দিকে নজর দিক। অন্য দলের দিকে নয়।'মন্তব্য