kalerkantho


ধোনি কন্যার যে ছবি এখন ভাইরাল

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৭ ১৭:১৫ধোনি কন্যার যে ছবি এখন ভাইরাল

ছবি: ইনস্টাগ্রাম

সেলিব্রেটিদের চ্যারিটি ফুটবল ম্যাচ নিয়ে রবিবার বেশ উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি হয়ছিল মুম্বাইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে। এদিন 'সেলিব্রিটি ক্লাসিকো'তে বলিউড আর টিভি সেলিব্রেটিদের মুখোমুখি হয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটাররা। এদিন কোহলিরা ৭-৩ গোলে হারিয়ে দেন রণবীর কাপুরের দলকে। কিন্তু ম্যাচের সব আলো যেন কেড়ে নিয়েছিলেন একজন!

তিনি হলেন মাঠের সম্ভবত সবচেয়ে ছোট্ট দর্শক মহেন্দ্র সিং ধোনির কন্যা জিভা। একটা পানির বোতল হাতে সাইডলাইনের বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে এই খুদে সেলিব্রেটিকে। এক সময় বাবার দিকেও বাড়িয়ে দিয়েছিল সেই বোতল। ধোনি সেখান থেকে পানিও খান। পরে বিরাটও এগিয়ে এসে জিভার সঙ্গে কিছু সময় কাটিয়েছেন।

জিভার বেশ কিছু ছবি এর আগেও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সে ছবি কখনো ধোনির শেয়ার করা, কখনো বা শেয়ার করেছিলেন বিরাট কোহালি, কখনো বা অন্য কেউ। আর এই ম্যাচের সবচেয়ে বড় সেলিব্রেটি যে জিভাই ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই বাবা-মেয়ের সেই বিখ্যাত ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ার কোনো কারণ আছে কি?মন্তব্য