kalerkantho


সাবেক প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খেয়ে আলোচনায় নেইমার

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ১৪:৪০ব্রাজিল হোক বা ক্লাব ফুটবল, মাঠের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে সবসময় আলোচনায় থাকেন সুপারস্টার নেইমার। বার্সেলোনা থেকে পিএসজিতে গেলেও এই আলোচনায় ভাটা পড়েনি। ব্রাজিল সুপারস্টার এবার আলোচনায় এলেন সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা ঘটিয়ে। সেটা অবশ্যই মাঠের বাইরের ঘটনা। মাঠের বাইরে সাবেক প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খেয়ে ভক্তদের জল্পনা বাড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান তারকা।

২০১৩ সাল থেকেই অভিনেত্রী ব্রুনা মার্কিজিনের সঙ্গে প্রেম করছিলেন নেইমার। তবে ২০১৪ সালেই তাদের বিচ্ছেদের খবর পাওয়া যায়। যদিও পরে শোনা গিয়েছিল, সম্পর্ক আবারও জোড়া লেগেছে। এরপর চলতি বছর জুনে অবশ্য তাদের পুরোপুরি ব্রেক-আপ হয়ে যায়। সম্প্রতি সেই জুটিকে ফের একসঙ্গে দেখা গেল এক বিয়ের অনুষ্ঠানে। আর শুধু দেখাই গেল নয়, পরস্পরকে চুমুও খেলেন তারা। স্বাভাবিকভাবেই নেইমার ভক্তদের কৌতূহল, তাদের সম্পর্ক তবে কি আবার জোড়া লাগল?

এ নিয়ে অবশ্য মুখ খোলেননি ব্রাজিল সুপারস্টার। আপাতত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতেই মগ্ন তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে নেইমারের পাস থেকেই গোল পেয়েছে ব্রাজিল। তা নিয়েই এখন মেতে রয়েছেন  ব্রজিলিয়ান তারকা ফুটবলার। এর মধ্যেই মাঠের বাইরের কেমিস্ট্রি নিয়ে ভক্তদের মধ্যে অন্যরকম এক আবহ এনে দিল। মন্তব্য