kalerkantho


হাসপাতালে অধিনায়ক মুশফিক

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৭ ১৯:১৯হাসপাতালে অধিনায়ক মুশফিক

বাউন্সারে আহত মুশফিককে ঘিরে সতীর্থ, প্রতিপক্ষ, দুই দেশের ফিজিও আর আম্পায়ারদ্বয়। ছবি: এএফপি

ব্লুমফন্টেইন টেস্টে ইনিংস হারের ধাক্কা সামালানোর আগেই এল টেস্ট অধিনায়কের হাসপাতালে যাওয়ার খবর। ডুয়ানে অলিভারের বাউন্সার হেলমেটে লাগলে বেশ জোর আঘাত পান মুশফিকুর রহিম। এরপর মাঠেই বেশ কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর আবারও ব্যাটিং করেন তিনি। তবে আউট হওয়ার পরই তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে তার কোনো সমস্যা ধরা পড়েনি।

ঘটনা শুরু বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারে। অলিভিয়েরের একটি বাউন্সার মুশফিকের হেলমেটে আঘাত হানে। পিচ ছেড়ে একটু এগিয়ে বসে পড়েন তিনি। এক পর্যায়ে তাকে মাঠে শুয়ে পড়তে দেখা যায়। সতীর্থ ইমরুল কায়েস, প্রতিপক্ষ ক্রিকেটাররা আর দুই আম্পায়ার ছুটে আসেন মুশফিকের দিকে। ছুটে আসেন জাতীয় দলের ফিজিও এমনকী স্বাগতিক দলের ফিজিও চলে আসেন দৌঁড়ে। 

ওই মুহূর্তে কিছুটা শঙ্কা দেখা দিয়েছিল বাংলাদেশ শিবিরে। ম্যাচ নিয়ে নয়; মুশফিককে নিয়ে। নিউজিল্যান্ড সফরেও বাউন্সারের আঘাতে হাসপাতালে যেতে হয়েছিল তাকে। কিন্তু সব শঙ্কা দূর করে কিছু সময় পর উঠে দাঁড়িয়ে আবারও বাউন্সারের সামনে পড়েন তিনি। তবে সেই বাউন্সারটি ভালোভাবেই ছেড়ে দেন তিনি। আরও ৪০ মিনিট উইকেটে কাটিয়ে লাঞ্চের আগমুহূর্তে ২৬ রান করে পারনেলের শিকার হন বাংলাদেশ অধিনায়ক।

দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন বলেছেন, সতর্কতার অংশ হিসেবেই মুশফিককে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসক কোনো সমস্যা দেখেননি। হাসপাতাল থেকে তাই সরাসরি মাঠে চলে আসেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জানান তিনি সুস্থ আছেন।মন্তব্য