kalerkantho


পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন ইয়াসির শাহ

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৫১পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন ইয়াসির শাহ

শ্রীলঙ্কার বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পাকিস্তান দলে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হয়েছেন লেগ-স্পিনার ইয়াসির শাহ। শনিবার ইয়াসির ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নতুন করে দলে ডাক পেয়েছেন। গত কয়েক মাস যাবত অভিজ্ঞ এই স্পিনার ফিটনেস সমস্যায় ভুগছিলেন। 

৩১ বছর বয়সী এই অভিজ্ঞ স্পিনার ২০১৪ সালে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দলের সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়ে আসছেন। ২৬ টেস্টে এ পর্যন্ত তার সংগ্রহে রয়েছে ১৪৯টি উইকেট। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টে ইয়াসিরের ২৪ উইকেটের ওপর ভর করেই পাকিস্তান সিরিজ নিশ্চিত করেছিল।

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেছেন, 'ইয়াসিরকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল যে, শেষ ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারলে টেস্টের জন্য সে বিবেচিত হবে না। নিজের ধারাবাহিক পারফরমেন্স দিয়েই ইয়াসির আমাদের মূল বোলারে পরিণত হয়েছিল। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে ফর্ম ধরে রাখার জন্য ফিটনেসটাও জরুরি। সে কারণেই তাকে ফিটনেসের ওপর জোর দিতে বলা হয়েছিল।'

দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী বৃহস্পতিবার থেকে আবুধাবিতে শুরু হচ্ছে। ৬ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এটি হবে কৃত্রিম আলোয়, গোলাপি বলে। টেস্ট সিরিজ ছাড়াও দুই দল একে অপরের সাথে ৫ টি ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর মধ্যে শেষ ম্যাচটি নিরাপত্তার সবুজ সঙ্কেত প্রাপ্তির ভিত্তিতে লাহোরে আয়োজনের কথা রয়েছে।

ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করা সরফরাজ আহমেদ প্রথমবারের মত টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন। অবসরে যাওয়া মিসবাহ উল হক এবং ইউনিস খানের অভাব পূরণে ইতোমধ্যেই তরুণ উসমান সালাউদ্দিন ও বাবার আজমকে দলে ডাকা হয়েছে। ইনজামাম মনে করেন, মিসবাহ ও ইউনিসের অভাব পূরণে তরুণরা যথাসাধ্য চেষ্টা করবেন। 

এছাড়া নতুন মুখ হিসেবে দলে ডাকা হয়েছে ২৫ বছর বয়সী বাঁ-হাতি ফাস্ট বোলার মির হামজাকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতোমধ্যেই হামজা ৪৬টি ম্যাচে ২১৬ উইকেট দখল করেছেন। দলে আরো রয়েছেন পাঁচজন ফাস্ট বোলার ও তিনজন স্বীকৃত স্পিনার। ৩১ বছর বয়সী স্পিনার বিলাল আসিফ আগে টেস্টে না খেললে এ পর্যন্ত তিনটি ওয়ানডেতে খেলার সুযোগ পেয়েছেন।

স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলী, শান মাসুদ, সামি আসলাম, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাউদ্দিন, ইয়াসির শাহ, মোহাম্মদ আসগর, বিলাল আসিফ, মির হামজা, মোহাম্মদ আমির, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও ওয়াহাব রিয়াজ।মন্তব্য