kalerkantho


'মেসির সঙ্গে এমন দুর্ব্যবহার করত না নেইমার'

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:১০'মেসির সঙ্গে এমন দুর্ব্যবহার করত না নেইমার'

পিএসজি সতীর্থ কাভানির সঙ্গে ঝামেলা করে বিব্রতকর অবস্থায় নেইমার। ছবি: এএফপি

বার্সেলোনা থেকে রেকর্ড মূল্য পিএসজিতে ট্রান্সফার হওয়ার নেইমারকে নিয়ে গত কিছুদিন ধরেই চলছে নতুন বিতর্ক। গত রবিবার লিওঁর বিপক্ষে ম্যাচে পিএজি সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে স্পট কিক নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। সেই ঝামেলার জন্য ইতিমধ্যে ক্ষমাও চেয়েছেন নেইমার। তবে এই ব্রাজিল সুপারস্টারকে নিয়ে সমালোচনার ঝড় থামেনি। 

উরুগুয়ের সাবেক ফরোয়ার্ড ডিয়াগো ফোরলান নেইমারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, বার্সেলোনায় মেসির সঙ্গে এমন আচরণ কখনই করতেন না নেইমার। তার কাছ থেকে আরও ভালো আচরণ পাওয়ার যোগ্যতা রাখে কাভানি।

ফোরলান বলেন, 'মেসির সঙ্গে নেইমার এমন দুর্ব্যবহার কখনই করতো না। কিন্তু পিএসজিতে এসে সে চায়নি কাভানি পেনাল্টি নিক। সে একটা বাচ্চা ছেলের মতো তাকে বিরক্ত করতেছিল। কাভানির সম্মান প্রাপ্য। বছরের পর বছর ধরে সে গোল করে চলেছে এবং পেনাল্টি নিচ্ছে। তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে।'

ওই দিন ম্যাচ শেষে নেইমার ও কাভানির মধ্যকার ঝামেলা নিজেদের মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন পিএসজি কোচ উনাই এমেরি। তারপর নেইমার নিজেই কাভানি ও পুরো দলের কাছে ক্ষমা চেয়ে সব বিবাদের ইতি টানেন। পিএসজির সভাপতি নাসের আল -খেলাইফিও বলেছেন দুই তারকা ফরোয়ার্ডের মধ্যে আর কোনো সমস্যা নেই।মন্তব্য