kalerkantho


শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি; জেনে নিন দাম

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৩৩



শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি; জেনে নিন দাম

দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ ২০১৮। আগামী জুনেই শুরু হবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। প্রায় ৯ মাস বাকী থাকতেই টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে অনলাইনে মিলবে বিশ্বকাপের টিকিট।  

ফিফা জানিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে যে টিকিটগুলো বিক্রি হবে সেগুলো হবে দুই ধাপে। প্রথম ধাপে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে দ্বিতীয় ধাপে যাওয়ার প্রয়োজন নেই। প্রথম ধাপে বিক্রি শেষ না হলেই কেবল দ্বিতীয় ধাপে যাবে। সব ধরণের দর্শকরা যাতে টিকিট ক্রয়ের সুযোগ পান সেই ব্যবস্থা রাখা হয়েছে বলে দাবি ফিফার। সংস্থার ওয়েবসাইটে এই টিকিট কাটতে পারবেন ফুটবলপ্রেমীরা।

টিকিট বিক্রির ঘোষণার সাথে সাথে এর দাম সম্পর্কেও ধারণা দিয়েছে ফিফা। চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হবে। রাশিয়ার স্থানীয় দর্শকদের জন্য সর্বনিম্ন ২৩ ডলার মূল্যে টিকিট পাওয়া যাবে। আর বাইরের দর্শকদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম ১০৫ ডলার। এছাড়া উদ্বোধনী ম্যাচ, গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য আলাদা মূল্যের টিকিট ছাড়া হবে।

ফাইনালে ক্যাটাগরি-১ এর টিকিটের সর্বোচ্চ দাম ১০৯৯.১ ডলার। সর্বনিম্ন ক্যাটাগরি- ৩ এর টিকিট পাওয়া যাবে ৪৫৫ ডলারে। আর স্থানীয় রাশিয়ানরা ক্যাটাগরি-৪ এর টিকিট কিনতে পারবেন ১২২ ডলারে। আগামী বছরের ১৪ জুন পর্দা উঠবে বিশ্বকাপের।


মন্তব্য