kalerkantho


উপমহাদেশে টেস্ট সিরিজ জয় ভীষণ চ্যালেঞ্জিং: অজি কোচ

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৭ ২০:০৬উপমহাদেশে টেস্ট সিরিজ জয় ভীষণ চ্যালেঞ্জিং: অজি কোচ

অজি কোচ ড্যারেন লেহম্যান। ছবি: এএফপি

উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার রেকর্ড মোটেও ভালো নয়। ২০১১ সালের পর উপমহাদেশের মাটিতে কোন টেস্ট সিরিজ জিততে পারেনি অজিরা। এর মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুই বার হোয়াইটওয়াশ হওয়ার মত লজ্জার ঘটনা আছে। তাই বাংলাদেশ সিরিজের আগে অজি কোচ ড্যারেন লেহম্যান বললেন, উপমহাদেশের মাটিতে টেস্ট সিরিজ জয় 'ভীষণ চ্যালেঞ্জিং'।

গত ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে ৪ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ২০০৩ ও ২০০৬ সালে দুই ম্যাচের দুটি টেস্ট সিরিজে ৪ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। সেটা ১১ বছর আগের কথা। এই ১১ বছরে অনেক বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। একসময় যে দলটিকে কেউ গোনাতেই ধরত না, এখন সেই দলে বিশ্বমানের তারকা ক্রিকেটার আছে।

তাই ১১ বছর পর টেস্ট সফরে বদলে যাওয়া বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে অজি কোচ বললেন, 'উপমহাদেশের মাটিতে সিরিজ জয় আমাদের জন্য বড় চ্যালেঞ্জের। এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে খেলতে পারাটা আমাদের জন্য বেশ কঠিন। তারপরও ভালো খেলার জন্যই মাঠে নামব আমরা।'

প্রতিটি দলই নিজেদের হোম কন্ডিশনের সুবিধা নেয় এটাই স্বাভাবিক। টাইগারদের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যন্ড সফরে গেলেও বিরূপ কন্ডিশনের শিকার হতে হয়। চলতি বছর দেশের মাটিতে এখন পর্যন্ত টেস্ট খেলেনি টাইগাররা। সর্বশেষ গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হয়েছিল ঘরের মাঠে। এরপর নিউজিল্যন্ড, ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষ অ্যাওয়ে সিরিজ খেলেছে টাইগাররা। অনেকদিন পর দেশের মাটিতে টেস্ট খেলার অপেক্ষায় থাকা টিম টাইগার মুখিয়ে আছে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ নেওয়ার জন্য।মন্তব্য