kalerkantho


টাইগারদের অনুশীলনে নতুন স্পিন কোচ

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৭ ১৯:৫১টাইগারদের অনুশীলনে নতুন স্পিন কোচ

প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সঙ্গে হয়তো স্পিন দিয়ে অজি বধের পরিকল্পনাই করছেন নবনিযুক্ত স্পিন কোচ সুনীল যোশি। ছবি: বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালনের জন্য ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের সাবেক স্পিনার সুনীল যোশি। আজ সকালেই রাজধানীতে এসে পৌঁছান তিনি। এরপর তিনি শিষ্যদের সঙ্গে অনুশীলনেও যোগ দেন। বিসিবির সঙ্গে দুই মাসের মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের এই বাঁ-হাতি স্পিনার।

৪৭ বছর বয়সী যোশি খেলোয়াড়ি জীবনে ছিলেন বাঁহাতি স্পিনার। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন তিনি। প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন ১৬০টি। যেখানে ৬১৫ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের অভিষেক টেস্টেও ভারতীয় দলের হয়ে খেলেছিলেন যোশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজেই সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা পাবেন স্পিন কোচকে।

এর আগে প্রথমে ভেঙ্কটপতি রাজু, তারপর স্টুয়ার্ট ম্যাকগিলকে প্রস্তাব দেওয়া হলেও তারা 'ব্যক্তিগত কারণে' অপরাগতা প্রকাশ করেন। তাদের কাছ থেকে সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত এই সাবেক ভারতীয় ক্রিকেটারকে প্রস্তাব দেয়  বিসিবি।


মন্তব্য