kalerkantho


কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন গ্রায়েম স্মিথ

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৭ ১৩:১২কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন গ্রায়েম স্মিথ

কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। দেশটির ঘরোয়া 'টি-টোয়েন্টি গ্লোবাল লিগ' টুর্নামেন্টে বেনোনি জালমির দায়িত্ব নিয়ে কোচিং জীবন শুরু করছেন দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান স্মিথ।

রাসেল ডোমিঙ্গোর কাছ থেকে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে ফেবারিটদের অন্যতম একজন হিসেবে বিবেচিত হচ্ছিলেন তিনি। তবে কোচ নির্বাচক প্যানেল সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ও বর্তমানে ইংল্যান্ড দলের কোচ ওটিস গিবসনের নাম সুপারিশ করেছে। 

কোচ হিসেবে স্মিথের প্রথম এসাইনমেন্ট হচ্ছে আগামী সপ্তাহের ক্রিকেটার নিলাম। ৮ দলের অংশগ্রহণে নতুন এই টুর্নামেন্টে মোট ৪০০ ক্রিকেটার অংশ নিচ্ছে। দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৭ টেস্ট, ১৯৭ ওয়ানডে এবং ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন ৩৬ বছর বয়সী স্মিথ।মন্তব্য