kalerkantho


ভারতের কাছ থেকে লঙ্কান ক্রিকেটারদের শিখতে বললেন গাঙ্গুলী

কালের কণ্ঠ অনলাইন   

২১ আগস্ট, ২০১৭ ১৮:২৮ভারতের কাছ থেকে লঙ্কান ক্রিকেটারদের শিখতে বললেন গাঙ্গুলী

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের ৩-০ ব্যবধানে জয়ের পর, ওয়ানডে সিরিজেও উড়ন্ত সূচনা ভারতের। ৯ উইকেটের বিশাল জয়। স্টেডিয়াম ছাড়ার পথে সমর্থকদের অবরোধের মুখেও পড়তে হয়েছিল থারাঙ্গা বাহিনীকে। এমতাবস্থায় হালের খর্বশক্তি এক সময়ের বিশ্বকাপ জয়ী দলটিকে ভারতের কাছ থেকে শিক্ষা নিতে বললেন 'কলকাতার মহারাজ' সৌরভ গাঙ্গুলী। সাবেক ভারত অধিনায়কের বিশ্বাস, খারাপ সময় শিগগিরই কাটিয়ে উঠবে লঙ্কানরা।

গাঙ্গুলী বলেন, 'বড় দল একবার আত্মবিশ্বাসের তলানিতে চলে গেলে তাদের ফিরিয়ে আনা কঠিন। এই শ্রীলঙ্কার অবস্থাও তাই। তাই তাদের একটাই উপদেশ, ভারতকে দেখে শিখো। অনেক বড় বড় নাম ভারতের ক্রিকেট থেকে সরে যাওয়ার পরও তাদের উত্তরসূরি তৈরি হতে সময় লাগেনি।'

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের গন্ডিই পেরোতে পারেনি শ্রীলঙ্কা। এরপর দেশের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের কাছে ৩-২ ব্যবধানে ধরাশায়ী হয় । সেই সিরিজ হারের কারণে জর্জরিত দ্বীপরাষ্ট্রটি। এমন অবস্থায় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা। বড় ফরম্যাটে হোয়াইটওয়াশের পর রঙিন পোশাকে ঘুরে দাঁড়ানোর পণ করেছিলো স্বাগতিকরা। কিন্তু সেই একই বৃত্তে ঘুরছে তাদের ক্রিকেট!

এই সিরিজে কমপক্ষে দুটি ম্যাচ জিততে না পারলে আগামী ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ হারাবে লঙ্কানরা। যা হবে ক্রিকেটের জন্যই দুঃখজনক ঘটনা। এমন অবস্থা থেকে উত্তরণে গাঙ্গুলীর পরামর্শ হলো, 'অনেকেই বলছে, শ্রীলঙ্কার মত একটা বড় দল এখন সন্ধিক্ষণে রয়েছে। এই মুহূর্তে এমন অজুহাত দেওয়া খুবই সহজ। কিন্তু এখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে তাদের। ভারতও অনেক বড় বড় খেলোয়াড়কে হারিয়েছে। তারপরও তারা সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করেছে এবং এখন দুর্দান্ত ক্রিকেট খেলছে। তাই ভারতের কাছ থেকে শ্রীলঙ্কার শেখার আছে।'

একের পর এক ম্যাচ ও সিরিজ হারলেও, এই শ্রীলঙ্কা দলের মধ্যে ঘুরে দাঁড়ানোর প্রতিভা রয়েছে বলে মনে করেন গাঙ্গুলী। তিনি বলেন, 'শ্রীলঙ্কার বর্তমান দলটি প্রতিভাবান। দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। কিন্তু এই দলের লড়াই করার মানসিকতা নেই। এই জায়গায় তাদের উন্নতি করতে হবে। শুধুমাত্র প্রতিভা দিয়েই ক্রিকেটে সফল হওয়া যায় না। জয়ের ক্ষুধা, লড়াই করার মানসিকতা ও সাহস খুব বেশি জরুরি। ভারতের কাছে টেস্ট সিরিজ হার যদি তারা ভুলে যেতে চায় তা হলে ভুল করবে। ওই সিরিজ থেকেই শিখতে হবে। ভারতীয় ক্রিকেটারদের মতো হতে চেষ্টা করুক। ভুল শট, মনোসংযোগ হারিয়ে আউট হওয়া যদি চলতেই থাকে, তাহলে তাদের এই সন্ধিক্ষণ দীর্ঘ হতে থাকবে।'

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিলো শ্রীলঙ্কা। ওই জয় টনিক হিসেবে এবারের সিরিজে প্রেরণা হতো তাদের। কিন্তু জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হার, শ্রীলঙ্কাকে পিছিয়ে রাখবে বলে জানান গাঙ্গুলী, 'জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার অনেক বড় লজ্জার। ওই সিরিজটি জিততে পারলে আত্মবিশ্বাসে ভরপুর থাকতো তারা। কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না। এর মধ্যে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে আরও ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা।'


মন্তব্য