kalerkantho


যুবরাজের জন্য 'বিশ্রাম' সঠিক শব্দ নয়: গম্ভীর

কালের কণ্ঠ অনলাইন   

২১ আগস্ট, ২০১৭ ১৬:৪৩যুবরাজের জন্য 'বিশ্রাম' সঠিক শব্দ নয়: গম্ভীর

দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন একসময়ের মহাগুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ সিং। ২০১১ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা। কিন্তু তার পরই ছিটকে যাওয়া ভারতীয় দল থেকে। এমনকী ক্রিকেট থেকেও। ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়াই করে আবার ক্রিকেটের মূল স্রোতে ফিরেছেন নিজের যোগ্যতায়। কিন্তু শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে দলে ফেরার কথা থাকলেও নির্বাচকরা যুবরাজকে এ বার অন্তত বেছে নেননি। তার পিছনে কারণ হিসেবে তারা বলেছিলে‌ন, 'যুবরাজকে বিশ্রাম দেওয়া হল।'

নির্বাচকদের এই অজুহাত মেনে নিতে পারেননি জাতীয় দলের বাইরে থাকা ওপেনার গৌতম গম্ভীর। তিনি অবশ্য সব সময় প্রতিবাদী। এ বার মুখ খুললেন যুবরাজের দলে জায়গা না পাওয়া নিয়ে। তার থেকেও গম্ভীর যেটা মানতে পারেননি সেটা হল নির্বাচকদের বলা কথা।

গম্ভীর বলেন, 'আমার মনে হয় না যুবরাজের জন্য 'বিশ্রাম' সঠিক শব্দ। কারণ ও অনেকদিন খেলার মধ্যে নেই। এ বার ফিরতে চাইছে। ওকে যদি বিশ্বকাপে দেখতে চায় তা হলে অনেকবেশি খেলার সুযোগ দিতে হবে। যুবরাজের মতো একজনের কাছ থেকে সেই ছন্দ, সেই খেলা পেতে চাইবে। ওর মতো একজনকে একটা সিরিজ খেলিয়ে একটি সিরিজে বিশ্রাম দেওয়ার কোনও মানে হয় না।'

গম্ভীরের মতে, এই অবস্থা থেকে যুবরাজের পক্ষে ফেরা কঠিন।  তার ভাষায়, 'আমার মনে হয় জাতীয় দলে ফেরাটা যুবরাজের জন্য কঠিন হয়ে গেল। আশা করব ওর মতো একজন ক্রিকেটার আবারও ফিরতে পারবে।'


মন্তব্য