kalerkantho


সতীর্থদের 'আয়নায় মুখ দেখতে' বললেন ক্যারিবীয় অধিনায়ক!

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৭ ১৯:৩৩সতীর্থদের 'আয়নায় মুখ দেখতে' বললেন ক্যারিবীয় অধিনায়ক!

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জেসন হোল্ডার। ছবি: এএফপি

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ২০৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ার পর হতাশ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেন হোল্ডার এবার বোমা ফাটালেন। ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে রীতিমতো সতীর্থদের 'আয়নায় নিজেদের মুখ দেখতে' বললেন তিনি! ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি মাত্র ৩ দিনের মধ্যেই হেরে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

সাংবাদিকদের হোল্ডার বলেন, 'আমরা কঠিন কয়েকটি দিন কাটিয়েছি...এ ম্যাচে আমরা খুবই হতাশ হয়েছি। বোলিংয়ে আমাদের ধারাবাহিকতার অভাব ছিল এবং ব্যাটিংয়েও রান করতে পারিনি। মাত্র ৩ দিনের ম্যধ্যেই আমরা হেরে গেছি। কোনো বিভাগেই ভালো করতে পারিনি।'

৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা খুব কম লোকেই দেখেছেন। তবে সত্যিকার অর্থে, তাদের কড়া সমালোচকরাও ভাবেননি এক দিনেই ১৯ উইকেট পড়ে যাবে! ১ উইকেটে ৪৪ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ শনিবার প্রথম ইনিংসে ১৬৮ রানে অল আউট হয়ে ফলোঅনে পড়ে। এরপর দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানেই অলআউট হয় তারা।

হোল্ডার বলেন, 'আমাদের পুনর্গঠিত হতে হবে। এটা কেবলমাত্র একটি টেস্ট ম্যাচ। এই ম্যাচের ফলাফল দিয়েই আমরা মাথা নিচু করতে পারি না। সিরিজ শেষ হয়ে যায়নি, আমাদের বিশ্বাস রাখতে হবে কেননা কোনো দলই অপরাজেয় নয়।'

এরপরই সতীর্থদের আত্মসমালোচনা করতে বলেন হোল্ডার। ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বললেন, 'আমাদের প্রত্যেক ক্রিকেটারের উচিত আয়নায় নিজেদের মুখ দেখা। আত্মসমালোচনা করতে হবে। কোথায় তাদের ঘাটতি আছে বুঝতে হবে।'

২০০০ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে এখনো কোন টেস্ট ম্যাচ জিততে পারেনি ক্যারিবিয়রা।
তবে টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সমস্যা নতুন কিছু নয়। ১৯৯৭ সালের পর থেকে কেবলমাত্র বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্টে জয় পেয়েছে ক্রিকেটের একসময়কার পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ। এই সময়ে তারা ৮৭ টেস্টের মধ্যে হেরেছে ৬৭টি এবং ড্র করতে পেরেছে ১৭টি। আগামী শুক্রবার হেডিংলিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।


মন্তব্য