kalerkantho


আদর করে আনুশকাকে কী নামে ডাকেন কোহলি?

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৭ ১৫:৩৫আদর করে আনুশকাকে কী নামে ডাকেন কোহলি?

প্রিয় মানুষটিকে কত নামেই না ডাকি আমরা। সোনা-মনা-বেবি-হানি-জানু আরও কত কী...। তবে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের একটু অন্যরকম আগ্রহ থাকে। হালের সবচেয়ে আলোচিত ক্রিকেট-বলিউড জুটি বিরাট কোহলি এবং আনুশকা শর্মাকে নিয়ে তো সেই আগ্রহ সব সময় তুঙ্গে। আচ্ছা, ভারত অধিনায়ক কী নামে ডাকেন তার প্রেয়সী আনুশকাকে?

ভক্তের সংখ্যায় পরস্পরকে রীতিমতো পাল্লা দেন কোহলি এবং আনুশকা শর্মা। তেমনই দুজনকে একসঙ্গে দেখলে তাদের ভক্তরাও বিগলিত হয়ে যান। সেলিব্রিটিদের সাধারণত নিজেদের সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখতে দেখা যায়। কিন্তু কোহলি ও আনুশকা দুজনই ব্যতিক্রম। সোশাল মিডিয়াতে কোহলি প্রায়ই প্রেমিকার সঙ্গে ছবি আপলোড করেন। আবার সময় পেলেই কাজের ফাঁকে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চলে যান আনুশকাও। 

দুজনের জুটি এতটাই জনপ্রিয় যে ভক্তরা তাদের ভালোবেসে 'বিরুষ্কা' নামে ডাকেন। আর প্রেমে হাবুডুবু খাওয়া প্রেমিকদের মতো কোহলিও নিজের প্রেমিকাকে আদর করে ডাকেন 'নুষ্কি' নামে। নামের মানে খুঁজতে যাবেন না। আনুশকা নামটিকেই ছোট করে 'নুষ্কি' বানিয়েছেন কোহলি। আনুশকাও নাকি আদুরে সেই ডাক শুনে বেজায় খুশি।

তবে কোহলিকে ভালবেসে আনুশকা কী নামে ডাকেন সেটা এখনও জানা যায়নি।মন্তব্য