kalerkantho


এ কেমন বিদায় নাদালের!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৭ ১৮:৫৭এ কেমন বিদায় নাদালের!

ম্যাচ হারার পর ভক্তদের উদ্দেশ্য হাত নাড়ছেন রাফায়েল নাদাল। ছবি: এএফপি

কয়েক দিন আগেই বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বরে উঠে এসেছিলেন তিনি। কিন্তু এক নম্বরের মতো এটিপি ট্যুর শেষ করতে পারলেন না রাফায়েল নাদাল। সিনসিনাটি ওপেনে অস্ট্রেলিয়ার নিক কিরগিয়সের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন কোয়ার্টার ফাইনাল থেকে।

শুক্রবার শেষ চারের লক্ষ্যে কিরগিয়সের মুখোমুখি হয়েছিলেন নাদাল। কিন্তু ম্যাচের শুরু থেকেই নিজের ফর্মের ধারে কাছে ছিলেন না তিনি। এ দিন রাফার বিপক্ষে খেলার ফল ছিল ৬-২ এবং ৭-৫। নিকের কাছে কার্যত দাঁড়াতেই পারলেন না বাঁহাতি স্প্যানিশ তারকা।

নিক কিরগিয়সের কাছেই হারলেন নাদাল। ছবি: এএফপি

এ দিন নাদাল বনাম কিরগিয়স ম্যাচের একটি ভিডিও টুইটারে পোস্ট করে এটিপি টেনিস টিভি। ভিডিও দেখেই স্পষ্ট, কতটা অফ ফর্মে ছিলেন নাদাল। ম্যাচ শেষে নাদাল নিজেও বলেন, 'নিজের খেলায় আমি হতাশ। এই ধরনের পারফরম্যান্সের পর কিছু বলার থাকে না। আশা করি পরের টুর্নামেন্টে ঘুরে দাঁড়াব।'মন্তব্য