kalerkantho


অস্ট্রেলিয়া সিরিজের জন্য দুপুরে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৭ ১১:০৭অস্ট্রেলিয়া সিরিজের জন্য দুপুরে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পৌঁছে গেছে। কিন্তু এখনও টাইগারদের স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে আজ রবিবার দুপুরে ঘোষণা করা হবে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড। এমনকি একই সঙ্গে প্রস্তুতি ম্যাচের জন্য দলও ঘোষণা করা হতে পারে।

জানা গেছে, ১৪ সদস্যের দল ঘোষণা করা হবে। এই স্কোয়াডে ফিরতে পারেন নাসির হোসেন। কিন্তু মাহমুদ উল্লাহ রিয়াদ ও নাসির হোসেনের স্কোয়াডে থাকার সম্ভাবনা খুবই কম। ওপেনিং জুটিতে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

এ ছাড়াও বোলিং আক্রমণে দেখা যেতে পারে পেসার শফিউল ইসলামকে। থাকবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বাদ পড়তে পারেন পেসার কামরুল ইসলাম রাব্বী। আর স্পিনার হিসেবে থাকছেন সাকিব আল হাসান। তার সঙ্গী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

আগামী ২২-২৩ আগস্ট প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৭ আগস্ট। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর।


মন্তব্য