kalerkantho


ডাম্বুলায় ভারতীয় দলকে স্বাগত জানানো হলো পদ্মফুল দিয়ে

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৭ ০৪:৫৭ডাম্বুলায় ভারতীয় দলকে স্বাগত জানানো হলো পদ্মফুল দিয়ে

টেস্ট সিরিজে লঙ্কাবাহিনীকে হোয়াইটওয়াশ করে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে নামছে বিরাটবাহিনী। প্রথম ম্যাচ খেলতে বৃহস্পতিবার ডাম্বুলায় এল টিম ইন্ডিয়া। টিম হোটেলে বিরাটদের স্বাগত জানানো হল পদ্ম ফুল দিয়ে।

ডাম্বুলা পৌঁছেই প্র্যাকটিসে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। অফসনাল প্র্যাকটিস থাকলেও ওয়ান ডে স্পেশালিস্টদের নিয়ে ট্রেনিং শুরু করে দেন প্রাক্তন ভারত অধিনায়ক। ধোনির সঙ্গে প্র্যাকটিস করেন কেদার যাদব, মণীশ পাণ্ডে, যুবেন্দ্র চাহ্বাল এবং জসপ্রীত বুমারহ। ধোনির সাম্প্রতিক ফর্ম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০১৯ বিশ্বকাপের দলে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে থাকবেন কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। এ সবের জবাব দিতেই লঙ্কাকে বেছে নিচ্ছেন মাহি।


মন্তব্য