kalerkantho


দিবা রাত্রির টেস্টে কুক ও রুটের জোড়া সেঞ্চুরি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৭ ০৩:৫২দিবা রাত্রির টেস্টে কুক ও রুটের জোড়া সেঞ্চুরি

প্রথম ডে-নাইট টেস্টে স্বপ্নের শুরু ইংল্যান্ডের। অধিনায়ক ও প্রাক্তন অধিনায়কের জোড়া শতরানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনেই চালকের আসনে ইংল্যান্ড।

ইংল্যান্ডের মাটিতে প্রথম দিন-রাতের টেস্টের সাক্ষী থাকল এজবাস্টন। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে রাজ করলেন দুই ধ্রুপদি ইংরেজ ব্যাটসম্যান। টেস্ট কেরিয়ারে তার ত্রয়োদশ সেঞ্চুরির স্বাদ পেলেন ক্যাপ্টেন জো রুট। আর নেতৃত্বের ব্যাটন ছাড়লেও ব্যাট হাতে দলের হাল ধরলেন প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন অ্যালেস্টেয়ার কুক। এদিন টেস্ট কেরিয়ারে ৩২ তম সেঞ্চুরি করলেন বাঁ-হাতি ইংরেজ ওপেনার।

মার্ক স্টোনম্যানের সঙ্গে কুকের ওপেনিং জুটি না-জমলেও তৃতীয় উইকেটে রুটের সঙ্গে অবিভক্ত ডাবল সেঞ্চুরির পার্টনারশিপ গড়লেন কুক। প্রাক্তন ও বর্তমান ইংরেজ ক্যাপ্টেনের ব্যাটিং দাপটে প্রথম দিনেই ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ।মন্তব্য