kalerkantho


স্পিন আক্রমণকে 'রহস্যময়' করে রাখছে অস্ট্রেলিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৭ ১৯:৩৭স্পিন আক্রমণকে 'রহস্যময়' করে রাখছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের স্পিন আক্রমণ নিয়ে রহস্য থেকে যাচ্ছে। ডারউইনে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ শেষে এ বিষয়ে বলতে গেলে মুখে কুলুপ এঁটেছেন কোচ ড্যারেন লেহম্যান। দুই টেস্টের এই সিরিজের জন্য সেরা একাদশে দুজন বিকল্প বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন আগার এবং ফর্মে না থাকা স্টিভ ও'কেফির জায়গায় নতন মুখ মিচেল সোয়েপসন রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

ডারউইনে সদ্য সমাপ্ত প্রস্তুতি ম্যাচের শেষ দিনে ১ রানে ৪ উইকেট শিকার করায় নাথান লিঁওর সঙ্গী হিসেবে শক্ত অবস্থানে আছেন আগার। তবে এ বিষয়ে কোন কথা বলছেন না লেহম্যান। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'প্রস্তুতি ম্যাচের শেষ দিন সে (আগার) খুবই ভাল বোলিং করেছে। অবশ্যই সে আমাদের সফর সঙ্গী। সুতরাং বিষয়টি আপনাকে বুঝতে হবে এবং সোয়েপসনও নিশ্চিতভাবেই দলে আছে।'

৪৭ বছর বয়সী লেহম্যান আরো বলেন, 'আমি মনে করছি জন হল্যান্ডও আজ খুব ভাল বোলিং করেছে। সুতরাং আমাদের স্পিন বিভাগের গভীরতা বাড়ছে, যা খুবই গুরুত্বপূর্ণ।'

শেফিল্ড শিল্ডে দুর্দান্ত পারফরমেন্স করার পাশাপাশি অনুশীলন ম্যাচে ১১ বলে ১ রানে ৪ উইকেট নেয়া সত্বেও বাংরাদেশ ও এরপর ভারত সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি হল্যান্ড।  লেহম্যান বলেন, 'আমরা বেশ ভালভাবেই জানি যে সে একজন মানসম্পন্ন বোলার। তবে দিন শেষে আপনিতো ১৪ জনকেই দলে রাখতে পারবেন। দলে সুযোগ পাওয়ার মত কাজটি সে করেছে। তার বোলিং দেখে সত্যিই আমি খুব খুশি হয়েছি।'

বাংলাদেশের স্পিন সহায়ক কন্ডিশন বিবেচনায় রেখে বিকল্প হিসেবে পার্ট টাইমার গ্লেন ম্যাক্সওয়েলকেও ব্যবহার করতে পারেন অধিনায়ক স্টিভ স্মিথ। আগামীকাল শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে অস্ট্রেলিয়া দল। ২৭ আগস্ট ঢাকাতে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা।মন্তব্য