kalerkantho


অলিম্পিক সোনাজয়ীর আত্মহত্যা!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৭ ১৮:৩২অলিম্পিক সোনাজয়ীর আত্মহত্যা!

মনের সঙ্গে যুদ্ধ করে আর হয়তো কুলিয়ে উঠতে পারছিলেন না স্টিফেন। অবশেষে নিজেকেই শেষ করে দেন তিনি! ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন। অলিম্পিকে সোনাজয়ী। তার আত্মহত্যার খবর তাই প্রথমে বিশ্বাস করতে পারেনি খেলার দুনিয়া। অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট স্টিফেন উলড্রিজের অকাল মৃত্যুতে স্তম্ভিত ক্রীড়াজগত।

২০০৪ সালে এথেন্স অলিম্পিকে সোনা জিতেছিলেন উলড্রিজ। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪০০০ মিটার টিম সাইক্লিংয়েও চ্যাম্পিয়ন ছিলেন তিনি। স্টিফেনের মৃত্যুতে শোক জানিয়েছে অস্ট্রেলিয়ান অলিম্পিক টিম এবং অলিম্পিক কমিটি। এক বিবৃতিতে অলিম্পিক কমিটি বলেছে, 'স্টিফেন তার স্ত্রী সন্তান এবং সতীর্থদের কাছে প্রেরণা ছিল। কিন্তু সে নিজেই কীভাবে এমন ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারল?'

জানা গেছে, অবসরের পর বেশ কয়েক বছর ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন স্টিফেন। মাত্র ৩৯ বছর বয়সেই নিজেকে শেষ করে দেন তিনি। মৃত্যুর সময়ে স্ত্রী, ৭ বছরের মেয়ে এবং ১০ বছরের এক ছেলে রেখে গেছেন স্টিফেন। তবে, ঠিক কীভাবে নিজের প্রাণ নিয়েছেন স্টিফেন তা প্রকাশ করেনি তদন্তকারীরা।


মন্তব্য