kalerkantho


যেকোনো মুহূর্তে বাদ পড়তে পারেন ধোনি!

কালের কণ্ঠ অনলাইন   

১৬ আগস্ট, ২০১৭ ১৪:৩৯যেকোনো মুহূর্তে বাদ পড়তে পারেন ধোনি!

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এখন দলে জায়গা হারানোর ভয় তাড়া করে ফিরছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মনে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অপর সিনিয়র ক্রিকেটার যুবরাজ সিং বাদ পড়লেও জায়গা পেয়েছেন ধোনি। কিন্তু শোনা যাচ্ছে, যেকোনো মুহূর্তে তাকে বাদ দেওয়া হতে পারে দল থেকে!

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে যুবরাজর ব্যাট কথা না বলায় নির্বাচকরা তাকে বাদ দিয়েছেন। ধোনিও তো রান পাননি চ্যাম্পিয়নস ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে। ভাগ্য ভালো বলেই হয়তো দলে জায়গা পেয়েছেন রাঁচির রাজপুত্র। তবে পারফর্মেন্স করতে না পারলে দল থেকে ছেঁটে ফেলা হবে তাকে। এ রকমই ইঙ্গিত দিয়েছেন বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান এম এস কে প্রসাদ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসাদ বলেছেন, পারফর্ম করতে পারলে তবেই ধোনি দলে থাকবেন। না হলে বিকল্প খুঁজতে হবে। নির্বাচক প্রধানের এই বক্তব্যেই পরিষ্কার যে ধোনিকে পারফরম্যান্স দেখাতে হবে।

ধোনি প্রসঙ্গে বলতে গিয়ে টেনিস মহাতারকা আন্দ্রে আগাসির উদাহরণ টেনে প্রসাদ বলেন, 'কয়েকদিন আগেই আন্দ্রে আগাসির আত্মজীবনী পড়ছিলাম। আগাসির জীবন শুরু হয়েছিল ত্রিশের পর থেকে। তার আগে ২-৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। এদিকে অবসর নেওয়ার জন্য চাপ বাড়ছিল বিভিন্ন দিক থেকে। কিন্তু কারও কথায় কান না দিয়ে ৩৬ বছর পর্যন্ত খেললেন আগাসি। হাতে উঠেছিল আরও অনেক গ্র্যান্ড স্ল্যাম।'

এখানেই না থেমে প্রসাদ আরও বলেন, 'দলগত খেলাতেও কোনো খেলোয়াড়ের জায়গা পাকা নয়। কেউ পারফর্ম করতে পারলে দলে থাকবে, না হলে বিকল্প দেখা ছাড়া উপায় নেই।'

প্রসাদ ঘুরিয়ে ধোনির কথাই বললেন। এবারের দল নির্বাচনের সময় ধোনিকে নিয়ে আলোচনা হয়েছে নির্বাচকদের মধ্যে। প্রসাদের বক্তব্য, 'শুধু ধোনি নয়, সবাইকে নিয়েই আলোচনা হয় দল নির্বাচনী সভায়।'

যুবরাজ বাদ পড়েছেন বলে ইতিমধ্যেই ভারতের ক্রিকেটাঙ্গনে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে জানা গেল, দলে জায়গা পাননি বলে জাতীয় দলে যুবরাজর দরজা যে বন্ধ হয়ে গেছে এমন নয়। প্রসাদ বলেছেন, '‌যুবরাজকে বিশ্রাম দেওয়া হলো। তার মানে এই নয় যে দরজা একেবারে বন্ধ হয়ে গেছে। দল নির্বাচনের সময়ে সেরা দলটাই বেছে নিতে হয়।'


মন্তব্য