kalerkantho


দুবাইয়ে ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন ধোনি

কালের কণ্ঠ অনলাইন   

১৬ আগস্ট, ২০১৭ ১৩:২৪দুবাইয়ে ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন ধোনি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে খুব শিগগিরই দুবাই প্যাসিফিক স্পোর্টস ক্লাবের (পিএসসি) সঙ্গে যৌথভাবে ইউএইতে নিজের ক্রিকেট কোচিং একাডেমি খেলার ঘোষণা দেন ধোনি।

ইউএই-ভিত্তিক পিএসসির সঙ্গে গাঁটছড়া বাঁধা সম্পর্কে ধোনি বলেন, 'সমগ্র বিশ্বজুড়েই খেলাধুলার একটা অবস্থান সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এটা ব্যবসারও একটা ক্ষেত্র। এ ক্লাবটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং এই উদ্যোগকে সফল করতে আমার সামর্থ্যের মধ্যে সবকিছুই আমি করব।'

পিএসসি কর্মকর্তা পারভেজ খান বলেন, 'ক্রিকেট মাঠের সুপারস্টার ধোনির সঙ্গে যুক্ত হতে পেরে আমাদের সংস্থা গর্বিত। মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটে একাডেমি (এমএসডিসিএ) নামে এ প্রতিষ্ঠানের সকল স্বত্ব থাকবে প্যাসিফিক স্পোর্টস ক্লাবের হাতে। এখানে স্কুল-কলেজ, খেলার মাঠ সব কিছুই থাকবে আধুনিক মানের।'

শ্রীলঙ্কা সিরিজ শেষ করে নিজের নামে প্রস্তাবিত একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী মাসে দুবাই যাবেন ধোনি।


মন্তব্য