kalerkantho


স্ত্রীর সাথে ছবি পোস্ট করে বিপাকে পড়লেন পাঠান

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৭ ০১:১১স্ত্রীর সাথে ছবি পোস্ট করে বিপাকে পড়লেন পাঠান

ছবি : ইন্টারনেট থেকে

ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন সাবকে ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ছবিতে দেখা গেছে, ইরফানের স্ত্রী হিজাব পরে রয়েছেন। কিন্তু তাঁর মুখমণ্ডল স্পষ্ট দেখা যাচ্ছে। সেই কারণেই ছবিটি তোলার সময়ে হাত দিয়ে মুখ ঢেকে রয়েছেন পাঠানের স্ত্রী। ছবিটির নীচে পাঠান লিখেছেন, দিস গার্ল ইজ ট্রাবল। পাঠানের স্ত্রীর হাসি দেখে অবশ্য কিছুই বোঝার উপায় নেই। 

ছবিটি পোস্ট করার পরে প্রশংসার বন্যা বয়ে যায়। পাঠানের স্ত্রী সুন্দরী। তার জন্য ঢালাও প্রশংসা শুরু হয়ে যায়। প্রশংসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় সমালোচনা। অনেকেই বলতে শুরু করে দেন, হিজাব যখন পরেছেন, তখন মুখ কেন ঢাকা নেই। পাঠানের স্ত্রী নেলপলিশ পরে ছবিটি তুলেছিলেন। তা নিয়েও প্রবল সমালোচনা ধেয়ে আসে।


মন্তব্য