ফাইল ছবি
আগের ম্যাচে গোল উৎসবের পর এবার তৃতীয় প্রস্তুতি ম্যাচ ড্র করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।দক্ষিণ কোরিয়ার পাজুতে হাওয়াচিউন ইনফরমেশন ইন্ডাস্ট্রি হাইস্কুল দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কৃষ্ণা বাহিনী। মেয়েদের শেষ প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।
শুরুতে অবশ্য ২-০ গোলে পিছিয়ে পড়ায় পরাজয়ের শঙ্কা তৈরী হয়েছিল। প্রতিপক্ষ দলের থাপু ২৭ মিনিটে ও ৬৩ মিনিটে চিম চিং উ গোল দুটো করেন। জোড়া গোল খেয়ে যেন হুঁশ ফেরে মেয়েদের। ৭৩ মিনিটে সানজিদা ব্যবধান কমান। ৭৮ মিনিটে শামসুন্নাহারের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
প্রথম ম্যাচে কোরিয়া অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের কাছে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে রীতিমতো গোলউৎসব করে ইয়ুলমিউন মিডল স্কুলকে ৯-০ তে বিধ্বস্ত করে বাংলাদেশ। আগামী ১০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্ব। এরই প্রস্তুতি নিতে দক্ষিণ কোরিয়া সফরে আছে কৃষ্ণা-সানজিদারা।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের