kalerkantho


বিজয়ের পরিবর্তে টেস্ট দলে ধাওয়ান

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৭ ১৭:৩০বিজয়ের পরিবর্তে টেস্ট দলে ধাওয়ান

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ডানহাতি ওপেনার মুরালি বিজয়ের পরিবর্তে ভারত স্কোয়াডে ডাক পেলেন বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। ডান হাতের কবজির ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেন বিজয়।

আজ সোমবার এক বিবৃতিতে বিসিসিআই জানায়, 'অস্ট্রেলিয়া সিরিজে ডান হাতের কবজির ইনজুরিতে পড়েন বিজয়। সুস্থ হয়ে ওঠায় তাকে শ্রীলঙ্কার সফরে বিবেচনা করা হয়েছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে ডান-হাতের কবজিতে ব্যথা অনুভব করেছেন তিনি। তাই বিসিসিআই মেডিকেল দল, বিজয়কে আবারো পুনর্বাসন প্রোগামে পাঠিয়েছে।'

একসময় ভারতীয় দলের নিয়মিত ওপেনার ছিলেন ধাওয়ান। হাতের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন তিনি। ২০১৬ সালে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার সময়ই হাতের ইনজুরিতে পড়েছিলেন ধাওয়ান। ভারতের হয়ে এখন পর্যন্ত ২৩টি টেস্টে ১৪৬৪ রান করেছেন তিনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ঘোষিত ভারত স্কোয়াডে অন্য দুই ওপেনার হলেন- লোকেশ রাহুল ও অভিনব মুকুন্দ। আসন্ন সফরে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টু-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ২৬ জুলাই থেকে গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।


মন্তব্য