kalerkantho


ম্যানসিটি থেকে সেভিয়ায় নলিতো

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৭ ১৭:২২ম্যানসিটি থেকে সেভিয়ায় নলিতো

ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ উইঙ্গার নলিতোকে দলভুক্ত করেছে লা লিগার ক্লাব সেভিয়া। রোববার ক্লাবের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। 

এক বছর আগে সেল্টা ভিগো থেকে সিটিতে যোগ দেয়া ৩০ বছর বয়সী এই ফুটবলার ৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিন বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগ ছেড়ে লা লিগায় যোগ দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেভিয়া জানায়, '২০২০ সালের জুন পর্যন্ত আগামী তিন মৌসুমের জন্য নলিতো সেভিয়ার।'

জাতীয় দলের হয়ে ১৬টি ম্যাচে অংশ নিয়ে এ পর্যন্ত ছয় গোল করেছেন এই স্প্যানিশ ফুটবলার। তবে পেপ গার্দিওলার অধীনে গত মৌসুমে সিটিতে অনেকটাই নিস্ক্রিয় থাকতে হয়েছে তাকে। তিনি সেখানে নিয়মিত ভাবে প্রথম একাদশে সুযোগ পেতে ব্যর্থ হন।


মন্তব্য