kalerkantho


চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান ধাওয়ানের; ৩য় স্থানে তামিম

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৭ ১৬:৪৫চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান ধাওয়ানের; ৩য় স্থানে তামিম

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। ৫ ম্যাচের ৫ ইনিংসে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩৩৮ রান করেন ধাওয়ান। তাই এবারের আসরে ব্যাটসম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন তিনি। ২০১৩ সালের আসরেও ৫ ম্যাচের ৫ ইনিংসে ৩৬৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ধাওয়ান।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের আরেক ওপেনার রোহিত শর্মা। ৫ ম্যাচের ৫ ইনিংসে টুর্নামেন্ট দ্বিতীয় সর্বোচ্চ ৩০৪ রান করেন রোহিত।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টে ৪ ম্যাচের ৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৭৩ দশমিক ২৫ গড়ে ২৯৩ রান করেন তামিম। টুর্নামেন্টের উদ্বোধণী ম্যাচে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করেন তামিম। পরের ম্যাচে আবারো সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৫ রানে আউট হন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে শূন্য রানে আউট হলেও সেমিতে ভারতের বিপক্ষে ৭০ রান করেন তামিম। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তামিম।

সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকাং চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের জো রুট ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দুজনই সমান ২৫৮ রান করে করেছেন। তবে কোহলি এক ম্যাচ বেশি খেলেছেন।

অষ্টম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :

ক্রিকেটার                         ম্যাচ       ইনিংস     রান        সর্বোচ্চ    গড়        ১০০      ৫০

শিখর ধাওয়ান (ভারত)          ৫          ৫          ৩৩৮      ১২৫      ৬৭.৬০      ১          ২

রোহিত শর্মা (ভারত)             ৫          ৫          ৩০৪      ১২৩*     ৭৬.০০     ১          ২

তামিম ইকবাল (বাংলাদেশ)    ৪          ৪          ২৯৩      ১২৮      ৭৩.২৫      ১          ২

জো রুট (ইংল্যান্ড)               ৪          ৪          ২৫৮      ১৩৩*     ৮৬.০০     ১          ১

বিরাট কোহলি (ভারত)          ৫          ৫          ২৫৮      ৯৬*       ১২৯.০০   ০          ৩


মন্তব্য