kalerkantho


শ্রীলঙ্কায় পৌঁছালেন মাশরাফিসহ চার ক্রিকেটার

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৭ ০০:৩০শ্রীলঙ্কায় পৌঁছালেন মাশরাফিসহ চার ক্রিকেটার

আজকের রাতটুকু যেন কাটতেই চায় না। রাত পোহালেই যে শততম টেস্টে জয়ের হাতছানি। শ্রীলঙ্কায় যখন নিজেদের শততম টেস্ট জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। ঠিক তখনই শ্রীলঙ্কার গেলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ চার ক্রিকেটার। গতকাল শনিবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও সানজামুল ইসলাম।

এই চার ক্রিকেটার যোগ দেওয়ার পর টেস্ট শেষে দেশে ফিরবেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মুমিনুল হক। আগামী ২৫ মার্চ ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ম্যাচ হবে ২৮ মার্চ। প্রথম দুটি ম্যাচ দিবা-রাত্রির। ১এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে কলম্বোতে হবে।মন্তব্য