kalerkantho


কুমিরের পেটে ফুটবলার!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৭ ১৩:২০কুমিরের পেটে ফুটবলার!

খেলার প্রস্ততি নিতে সতীর্থদের সঙ্গে দৌড়াতে গিয়েছিলেন নদীর পাড়ে। দৌড়াতে দৌড়াতে একসময় নদীর খুব কাছে চলে যান তিনি। সেখানেই খাবারের ওঁৎ পেতে ছিল জলদানব! সেই কুমিরের আক্রমণেই জীবনপ্রদীপ নিভে গেল মোজাম্বিকের ক্লাব আতলাটিতো মিনেইরোর ফুটবলার এস্তেভাও আলবার্তোর। এই করুণ ঘটনাটি ঘটেছে শনিবার মোজাম্বিকের জাম্বেজি নদীর তীরে।

কুমিরটি যখন আলবার্তোকে আক্রমণ করে তখন তার সতীর্থরা এগিয়ে আসেন। কিন্তু বিশাল আকৃতির কুমিরটির কাছে যাওয়ার সাহস করতে পারেননি কেউ।

আলবার্তোকে সে টেনে জলের গভীরে নিয়ে চলে যায়। জানা গেছে, দানবাকৃতির কুমিরটি ছিল ৫ মিটার বা ১৬ ফুট লম্বা! কুমির এমনই একটা প্রাণী একবার কাউকে কামড়ে ধরলে কারও সাধ্য নেই সেই কামড় থেকে মুক্ত হতে। কুমিরের মত এত প্রচণ্ড চোয়ালের জোর পৃথিবীর আর কোনো প্রাণীর নেই।

এই দুঃখজনক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ফুটবল অঙ্গনে। নিহত আলবার্তোর বয়স ছিল মাত্র ১৯। শোক জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। আলবার্তোর ক্লাব তাদের ফেসবুক পাতায় এই শকিং ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে।মন্তব্য