kalerkantho


সাকিব-মুশফিকের ১০ রানের আক্ষেপ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৭ ১১:২৭সাকিব-মুশফিকের ১০ রানের আক্ষেপ

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের ব্যর্থতার পর সাকিব-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যেখানে অল-আউটের শঙ্কায় ভুগছিল সবাই; সেখান থেকে ১২৯ রানের লিড! এর পেছনে অবদান সেই ষষ্ঠ উইকেট জুটির। প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেট জুটিতে ৯২ রান যোগ করেন সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে জুটিতে দুজনের সংগ্রহ গিয়ে দাঁড়াল ২২৬৫ রান। কিন্তু রয়ে গেল আক্ষেপ।

মাত্র ১০ রানের জন্য বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের জুটি গড়ার রেকর্ডটি দখলে নিতে পারলেন না সাকিব-মুশফিক। ২২৭৫ রান নিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের জুটিতে সবার ওপরে আছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তৃতীয় স্থানে আছেন জাভেদ ওমর বেলিম ও হাবিবুল বাশার। তার জুটির সংগ্রহ ১৩২১ রান।

এ ছাড়া প্রথম ইনিংসে সেঞ্চুরি করতে পারলে বাংলাদেশ অধিনায়ক টেস্ট ক্রিকেটের এক সম্ভ্রান্ত ক্লাবে স্থান পেতেন। নিউজিল্যান্ডের বেভান কংডন আর জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমারের পর নিজের দেশের শততম টেস্টে সেঞ্চুরি পাওয়া ইতিহাসের তৃতীয় অধিনায়ক হতেন মুশি। তবে দুর্ভাগ্য হলো, তিনি এ দিন ৫২ রান করেই আউট হয়ে যান।

টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি জুটি রান :

জুটি

ইনিংস

রান

ইমরুল কায়েস-তামিম ইকবাল

৪৯

২২৭৫

মুশফিকুর রহিম-সাকিব আল হাসান

৫০

২২৬৫

হাবিবুল বাশার-জাভেদ ওমর

৩২

১৩২১

জুনায়েদ সিদ্দিকী-তামিম ইকবাল

২৭

১০০৮

মমিনুল হক-তামিম ইকবাল

১৭

৯৩১মন্তব্য