kalerkantho১৬ বছরের টেস্ট ইতিহাসের দুর্দান্ত মুহূর্তগুলো

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৭ ১৩:০৪১৬ বছরের টেস্ট ইতিহাসের দুর্দান্ত মুহূর্তগুলো

২০০০ সালে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। ঐ বছরই ১০ নভেম্বর ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অভিষেক টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে আজ ১৭ বছর চলছে। আজ ১৫ মার্চ ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমেছে টিম টাইগার। ১৬ বছর আগে বাংলাদেশের দলপতি ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। সেই সময়ে ক্লাস সেভেনে পড়া বালক মুশফিকুর রহিম কি জানতেন শততম টেস্টের নেতৃত্ব দেবেন তিনি? ১৬ বছরের এই দীর্ঘ পরিক্রমায় বিশেষ মুহূর্তগুলোর কিছু ছবি রইল পাঠকদের জন্য:

অভিষেক টেস্টে টস করছেন টাইগার দলপতি নাঈমুর রহমান দুর্জয় এবং ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকান আমিনুল ইসলাম বুলবুল। তিনি ৩৮০ বলে ১৭ বাউন্ডারিতে ১৪৫ রান করেন। এছাড়া নাঈমুল ইসলাম দুর্জয় নেন ৬ উইকেট।

২০০১ সালে দারুণ একটি কীর্তি গড়ে বাংলাদেশ। ১৭ বছর বয়সী মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকান। তিনি হয়ে যান টেস্টে ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ৫ বছর পর ২০০৫ সালের জানুয়ারিতে প্রথম টেস্ট জিতে হাবিবুল বাশারের বাংলাদেশ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় সেটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

৩ বছর পর ২০০৯ সালে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় করে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। কিংস্টনের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রান এবং গ্রানাডায় দ্বিতীয় টেস্টে ৪ উইকেটে হারায় টাইগাররা।

অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেলেও ডাবল সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল পাক্কা ১৩ বছর। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম ২০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ম্যাচটি ড্র হয়েছিল।

২০১৪ সালে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মত কোনো দেশকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের সিরিজে এই কীর্তি গড়ে বাংলাদেশ।

 

ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়। গত বছর অক্টোবরে নিজেদের মাটিতে ইংল্যান্ডকে ১০৮ রানে হারায় মুশফিকুর রহিমের দল। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ইংলিশদের একাই ধসিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।

২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন সাকিব আল হাসান। তামিম ইকবালের রেকর্ড ভেঙে তিনি ২১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।মন্তব্য