kalerkantho


চোটের কারণে শততম টেস্টে খেলবেন না লিটন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৭ ০১:৩০চোটের কারণে শততম টেস্টে খেলবেন না লিটন

শ্রীলঙ্কা সফরে সিরিজের দ্বিতীয় ও বাংলাদেশের শততম টেস্ট থেকে ছিটকে পড়লেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। চোটের কারণে আজ থেকে শুরু হতে যাওয়া কলম্বো টেস্টে খেলা হচ্ছে না তার।

গতকাল মঙ্গলবার অনুশীলনে ব্যাট করার সময় চোট পান লিটন। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নেটে ব্যাটিং অনুশীলনের সময় একটি বল লিটনের পাঁজরে আঘাত হানে। পরে আঘাতের স্থানে ছোটখাট চিড় ধরা পড়েছে। চোটের কারণে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। লিটনের চোটের কারণে দ্বিতীয় টেস্টে উইকেটকিপিংয়ে ফিরতে পারেন অধিনায়ক মুশফিকুর রহিম।


মন্তব্য