kalerkantho


ওয়ার্নারকে সরিয়ে শীর্ষে ডি ভিলিয়ার্স

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৭ ১২:১৩ওয়ার্নারকে সরিয়ে শীর্ষে ডি ভিলিয়ার্স

ডেভিড ওয়ার্নারকে সরিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যানের জায়গায় নিজের নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ২০১০ সালের পর থেকে এ নিয়ে দশমবারের মতো শীর্ষে উঠলেন বর্তমান প্রোটিয়া অধিনায়ক। ২০০৯ সাল থেকে র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচের মধ্যেই অবস্থান করছেন তিনি।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি হাফ সেঞ্চুরিতে ২৬২ রান করেন ডি ভিলিয়ার্স। সেই সুবাদে ৮৭৫ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নেন তিনি। দ্বিতীয়স্থানে নেমে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের রেটিং এখন ৮৭১। তৃতীয়স্থানে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার রেটিং ৮৫২। তবে টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যান হিসেবে অবস্থান ধরে রেখেছেন তিনি।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। ৬৪৮ রেটিং নিয়ে ১৯তম স্থানে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ৬১৯ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছেন তামিম ইকবাল। ৫৮৮ পয়েন্ট নিয়ে ৩০ নম্বর ব্যাটসম্যানের জায়গা অধিকার করেছেন তামিমের ওপেনিং পার্টনার সৌম্য সরকার।মন্তব্য