kalerkantho


জানেন কি? ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা উইকেট শিকারি কারা

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৭ ০২:১৪জানেন কি? ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা উইকেট শিকারি কারা

একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। মঙ্গলবার বেঙ্গালুরুতে তাঁর স্পিনের ভেল্কিতে একেবারে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া। ৪১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ভারতকে জয় এনে দেন তিনি। এর সঙ্গে তিনি বেশ কয়েকটি রেকর্ডও করে ফেললেন এ দিন। অনিল কুম্বলে, কপিল দেব, হরভজনদের টপকে সবচেয়ে কম টেস্ট (৪৭টি) খেলে ২৫ বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। এ ছাড়াও ভারতীয় বোলার হিসাবে সর্বোচ্চ উইকেটের তালিকায় অশ্বিন পাঁচ নম্বরে জায়গা করে নেন এদিন। এক নজরে দেখে নিন ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা উইকেট শিকারি কারা-

১. জাভাগাল শ্রীনাথ: ৬৭টি ম্যাচ খেলে ২৩৬ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে জাভাগাল শ্রীনাথের।

২. চন্দ্রশেখর: সর্বোচ্চ উইকেটের তালিকায় সাত নম্বর স্থানে রয়েছেন এস চন্দ্রশেখর। ৫৮টি ম্যাচ খেলে ২৪২টি উইকেট নেন তিনি। ১৬ বার ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর।

৩. বিষেণ সিংহ বেদি: ষাট-সত্তর দশকে তাঁর বাঁ হাতি স্পিন ভেল্কিতে মজতেন আপামর ক্রিকেট প্রেমী। ১৯৬৬ সালে ইডেন গার্ডেনে তাঁর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। এরপর তাঁর ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক নজির গড়েছেন বেদি। ৬৭টি টেস্ট খেলে ২৬৬টি উইকেট নিয়েছেন তিনি।

৪. রবিচন্দ্রন অশ্বিন: বেঙ্গালুরু টেস্টে জয়ের অন্যতম কারিগর রবিচন্দ্রন অশ্বিন আবার ৬ উইকেট নিয়ে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন। সবচেয়ে কম টেস্ট খেলে ২৫ বার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। এর সঙ্গে সর্বোচ্চ উইকেট নেওয়া ভারতীয় বোলার হিসাবে সেরা পাঁচের তালিকায় জায়গা করে নিলেন অশ্বিন। তাঁর ঝুলিতে রয়েছে ২৬৯টি উইকেট।

৫. জাহির খান: বাঁহাতি পেসার জাহির খানের তিনশো উইকেট পাওয়ার নজির রয়েছে। তাঁর দখলে মোট ৩১১টি উইকেট আছে। যার মধ্যে ১১ বার ৫ উইকেট পেয়েছেন জাহির খান।

৬. হরভজন সিংহ: ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ ৪১৭টি উইকেট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ২৫ বার ৫ উইকেটের নজির রয়েছে তাঁর দখলে।

৭. কপিল দেব: ভারতীয় ক্রিকেটে তিনি হরিয়ানা হ্যারিকেন। বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক ছিলেন সর্বকালের অন্যতম একজন অলরাউন্ডার। সর্বোচ্চ উইকেটের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ৪৩৪টি উইকেট পেয়েছেন এই ভারতীয় পেসার।

৮. অনিল কুম্বলে: সর্বোচ্চ উইকেটের তালিকায় বর্তমান ভারতীয় কোচ অনিল কুম্বলের নাম সবার উপরে। ১৩২টি টেস্ট খেলে তাঁর ঝুলিতে ৬১৯টি উইকেট রয়েছে। ৩৫ বার ৫ উইকেট এবং ৮ বার ১০ উইকেট পাওয়ার নজিরও রয়েছে তাঁর দখলে।মন্তব্য