kalerkantho


হ্যাডলি ও মুরালিধরনকে পেছনে ফেললেন অশ্বিন

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৭ ১৩:০৫হ্যাডলি ও মুরালিধরনকে পেছনে ফেললেন অশ্বিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪১ রানে ৬ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন ভারতের স্পিন সেনসেশন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বসেরা এই অফ-স্পিনার টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ২৫বারের মতো ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন। এত উইকেট পেতে তার ম্যাচ খেলতে হয়েছে মাত্র ৪৭টি। এখানেই স্যার রিচার্ড হ্যাডলি ও মুত্তিয়া মুরালিধরনকে পেছনে ফেলেন অশ্বিন।

২৫বার ৫ বা ততোধিক উইকেট শিকারে কিউই লিজেন্ড রিচার্ড হ্যাডলি খেলেছেন ৬২টি ম্যাচ এবং শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরালিধরন খেলেছেন ৬৩টি ম্যাচ। তবে সর্বোচ্চবার ৫ বা ততোধিক উইকেট শিকারে নবম স্থানে আছেন অশ্বিন। এই তালিকায় সবার ওপরে মুরালিধরন। ১৩৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৬৭বার ৫ বা ততোধিক উইকেট শিকার করেছেন মুরালি।

এদিকে দেশের মাটিতে ভারতের চতুর্থ বোলার হিসেবে ২ শ উইকেট শিকারের মাইলফলকও স্পর্শ করেছেন অশ্বিন। তার ওপর আছেন দলের বর্তমান কোচ অনিল কুম্বলে, হরভজন সিং ও কপিল দেব। ব্যাঙ্গালুরু টেস্টে ৮ উইকেট শিকারের পর ক্যারিয়ারের ৪৭ ম্যাচে ২৬৯ উইকেট জমা হয়েছে অশ্বিনের ঝুলিতে। ফলে ৬৭ ম্যাচে ২৬৬ উইকেট নেওয়া বিষেন সিং বেদিকে পেছনে ফেলে ভারতীয়দের মধ্যে উইকেট শিকারে পঞ্চম স্থানে উঠে এলেন অশ্বিন।মন্তব্য