kalerkantho


ভারতকে তো মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছে না, পেইন

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৭ ০৫:০৪ভারতকে তো মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছে না, পেইন

গতকাল সোমবার ইস্টবেঙ্গলের সেই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ক্রিস পেইনের মুখে বিরাট কোহলিদের পারফরম্যান্স নিয়ে শোনা গেল বিদ্রুপের সুর। পরিষ্কার বলে দিলেন, আরে বেঙ্গালুরুতে টেস্ট খেলছে তো একটাই টিম। তার নাম অস্ট্রেলিয়া। ভারতকে তো মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছে না।

বাড়ি কাছে বলে সেন্ট্রাল পার্কে অনুশীলন সেরে রাস্তা দিয়ে হেঁটেই ফিরছিলেন। হাঁটতে হাঁটতে ক্রিকেট নিয়েই নানা টুকরো টুকরো মন্তব্য করতে লাগলেন। এ সময় তিনি বলেন, আমার দেখে তো মনে হচ্ছে অস্ট্রেলিয়া একটা প্র্যাক্টিস ম্যাচ খেলছে, বলেই হেসে ফেললেন পেইন। অবশ্য বিরাট কোহলিরা পুণের পর বেঙ্গালুরুতেও যে ভাবে অস্ট্রেলিয়ার সামনে প্রবল চাপে পড়েছে তাতে পেইনের কথা পুরোপুরি উড়িয়েও দেওয়া যাচ্ছে না।

সূত্র: এবেলামন্তব্য