kalerkantho


লঙ্কানদের বেকায়দায় ফেলে দেবেন মোস্তাফিজ!

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৭ ১৮:৪৬লঙ্কানদের বেকায়দায় ফেলে দেবেন মোস্তাফিজ!

মোস্তাফিজের কার্টার ব্যাটসম্যানদের জন্য ভীতিকর বটে! আর সেই কথা আরও একবার মনে করিয়ে দিলেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম।

শ্রীলঙ্কায় মঙ্গলবার সিরিজের প্রথম টেস্টে মাঠে গড়াবে। তার আগে মোস্তাফিজকে নিয়ে বেশ আশাবাদী মুশফিক। বললেন, শ্রীলঙ্কার কাজ কঠিন করে দেবেন কাটার মাস্টার মোস্তাফিজ।

মোস্তাফিজ এ পর্যন্ত দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের জুলাইয়ে দুটি টেস্টই ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অভিষেক টেস্টে দুই ইনিংস মিলে চার উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন মোস্তাফিজ । এমন এক বোলারকে আবারও টেস্ট দলে পেয়ে খুশি মুশফিক। মুশফিক বলেন, মোস্তাফিজের ফেরা আমাদের জন্য বাড়তি সুবিধা বয়ে আসবে।

মুশফিক বলেন, মোস্তাফিজ কোন ধরনের বোলার; তা অজানা নয় কারোরই। আমার বিশ্বাস, লঙ্কানদের কাজ কঠিন করে দেবে মোস্তাফিজ। তাদের অনেক ক্রিকেটার এবারই প্রথম মোস্তাফিজকে মোকাবেলা করবে; যা লঙ্কানদের কঠিন পরীক্ষায় ফেলে দেবে।  

অর্থাৎ, মুশফিকের কথা অনুযায়ী মোস্তাফিজ লঙ্কানদের যে বেকায়দায় ফেলে দিতে পারেন সে কথার অপেক্ষা রাখে না।মন্তব্য