kalerkanthoস্মিথকে ইশান্ত শর্মার ভেংচি; ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৭ ১৭:১৮স্মিথকে ইশান্ত শর্মার ভেংচি; ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

বেঙ্গালুরুতে ইতিমধ্যেই দেয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের। তার ওপর প্রতিপক্ষ ক্রিকেটারের উদ্দেশ্যে বিকৃত মুখাভঙ্গি করে এখন আলোচনার কেন্দ্রে ভারতীয় পেসার ইশান্ত শর্মা। সেই ভেংচির ভিডিও এখন সোশ্যাল সাইটে ভাইরাল। কী হয়েছিল তখন?

রবিবার ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ঘণ্টার খেলা চলছে। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করছিলেন স্টিভ স্মিথ ও ম্যাট রেনশ। বল হাতে নেমেছেন ইশান্ত শর্মা। বলটিতে স্মিথ পরাস্ত হতেই পিচের মাঝে দাঁড়িয়েই স্মিথকে ভ্যাঙাতে শুরু করেন ইশান্ত। এতটাই অদ্ভুত ছিল সেই মুখাভঙ্গি যা দেখে অবাক হয়ে যান স্মিথ। পরে হেসেও ফেলেন। পিছনেই ফিল্ডিং করছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। সতীর্থ প্লেয়ারের ওই মুখভঙ্গি দেখে তার আনন্দ যেন ধরে না। পরে অবশ্য ইশান্তকে পাল্টা ব্যবহার ফিরিয়ে দেন স্মিথ ও রেনশ।

এই ঘটনা বেশ কিছুক্ষণ ধরে চলতে। চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণও। যদিও সবটাই মুখের ইঙ্গিতে। পরে অবশ্য কোহালিকে দেখা যায় স্মিথের সঙ্গে কথা বলতে। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আলোচনা শুরু হয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে।

দেখুন সেই ভিডিও:মন্তব্য