kalerkantho


কার জন্য এভাবে গোল উদযাপন করলেন মেসি?

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৭ ১৫:২৮কার জন্য এভাবে গোল উদযাপন করলেন মেসি?

গোল করেই সেই পাখির মতো ডানা মেলে দৌড় দিলেন না মেসি। চলে এলেন মাঠের মাঝবৃত্তে। এরপর কানে হাত দিয়ে ফোন করার ভঙ্গিতে গ্যালারির দিকে তাকালেন। এভাবেই শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে প্রথম গোলটি উদযাপন করলেন মেসি। কিন্তু চিরচেনা সেই ভঙ্গিমা ছেড়ে নতুন ভঙ্গিমা কেন? তবে কি নতুন কোনো উপলক্ষ? সোশাল সাইটে উঠল আলোচনার ঝড়।

অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি। তিনি তার ভাতিজার জন্য এই উদযাপন করেছেন। ম্যাচের আগে প্রিয় ভাতিজা তাকে ফোন করেছিল। কিন্তু মেসি ফোন ধরতে পারেননি। তাই ও রকম ভঙ্গি করে ভাতিজাকে আবারও ফোন করার আহ্বান জানান তিনি। তার সেই ভাতিজাও নাকি গতরাতে গ্যালারিতে বসে ম্যাচ দেখছিলেন।

মেসির বিশ্লেষণে ভক্তদের বিচার-বিশ্লেষণ যেন মাঠে মারা গেল। তারা আশা করছিলেন চমকদার কোনো বিষয়। কেউ বলছিলেন, বার্সার সঙ্গে চুক্তিবৃদ্ধির বিষয়ে ইঙ্গিত করছেন মেসি। কেউ আবার এক ডিগ্রি এগিয়ে মেসির বান্ধবীর কথাও আলোচনায় এনেছিলেন। কিন্তু শেষে জানা গেল, মেসি নাকি তার ভাতিজার জন্য এমন উদযাপন করেছেন! এটা কিছু হলো?মন্তব্য