kalerkantho


ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৭ ১৪:০১ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। এ কারণে পিছিয়ে পড়ল অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। শনিবারের ম্যাচটিতে যতটা টানটান উত্তেজনা হওয়ার কথা ছিল হলো তার উল্টোটা। প্রোটিয়া বোলারদের তাণ্ডবে ধসে পড়ল কিউই ব্যাটিং লাইনআপ। এই জয়ে সিরিজের পাশাপাশি ওয়ানডের এক নম্বর দল হিসেবে অবস্থান সংহত করল এবিডি ভিলিয়ার্সের দল।

এই জয়ের ফলে ৬২ ম্যাচে প্রোটিয়াদের পয়েন্ট ৭৩৮৮ এবং রেটিং পয়েন্ট ১১৯। ১ রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তবে পয়েন্টের দিক দিয়ে পিছিয়েই আছে অজিরা। তাদের সংগ্রহ ৭২২৭। তিন নম্বরে ১১৩ পয়েন্ট নিয়ে আছে নিউজিল্যান্ড। এক পয়েন্ট কম নিয়ে ৪ নম্বরে ভারত। বাংলাদেশের অবস্থান আগের মতই ৭ নম্বরে আছে। রেটিং পয়েন্ট ৯১। ২ পয়েন্ট কম নিয়ে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে পাকিস্তান। পয়েন্ট বাড়িয়ে নিয়ে অবস্থান সুসংহত করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিতে হবে বাংলদেশকে।মন্তব্য