kalerkantho


কোহলিদের মাসিক বেতন কত জানেন?

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৭ ০২:২৭কোহলিদের মাসিক বেতন কত জানেন?

ভারতীয় ক্রিকেটারদের বেতন কত? এমন কৌতূহল সব সময়ই থাকে ক্রিকেট প্রেমীদের মনে। ম্যাচ প্রতি সব ক্রিকেটার নির্ধারিত টাকার ম্যাচ ফি পেয়ে থাকেন। আবার ম্যাচের সেরা হলে লাখ খানেক টাকা প্রাইজ টোকন হিসেবে পান তাঁরা। এছাড়াও রয়েছে তাঁদের নানা বিজ্ঞাপনী স্পনসর। 

আইপিএল এসে ক্রিকেটারদের রোজগার বাড়িয়েছে কয়েক গুণ। তবে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও তাঁরা যে বিসিসিআই-এর চুক্তিবদ্ধ কর্মী, এ কথা আমরা অনেক সময় ভুলেই যাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতি মাসে গ্রেড অনুযায়ী জাতীয় ক্রিকেটাররা বেতন পেয়ে থাকেন। 

বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের তিন ধরনের গ্রেডে ভাগ করা হয়েছে। এ-গ্রেডের ক্রিকেটাররা বছরে এক কোটি টাকা পান। বি-গ্রেডের ৫০ লক্ষ এবং সি-গ্রেডের ক্রিকেটাররা বছরে ২৫ লক্ষ টাকা পেয়ে থাকেন।মন্তব্য